কালের স্বাক্ষী লক্ষ্মীপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হল ১৩ নং দিঘলী ইউনিয়ন পরিষদ ।
কাল পরিক্রমায় আজ ১৩ নং দিঘলী ইউনিয়নে শিক্ষা, সংস্কৃতি অনুষ্টান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্বস্বকীয়তা সমুজ্জল।
এক নজরে
ক/নাম : ১৩ নং দিঘলী ইউনিয়ন পরিষদ।
খ/ আয়তন : ৩৬৫০.৮৬একর।
ঘ/ লোকসংখ্যা : ২১৭১৬জন (২০০১ সালের আদমশুমারি অনযায়ী)
ঘ/ গ্রামের সংখ্যা : ১৫ টি।
ঙ/ মৌজার সংখ্যা : ১৫টি।
চ/ হাট বাজার সংখ্যা : ২ টি।
ছ/ উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম : অটোরিক্সা, সিএনজি, মাইক্রো, জিপ গাড়ি ও অন্যান্য বাহন।
জ/ শিক্ষার হার : ৭৮%
উচ্চ বিদ্যালয় ৪ টি।
নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ২ টি।
সরকারী প্রাথমিক বিদ্যালয় ১২টি।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২টি।
দাখিল মাদরাসা ৪ টি।
ঝ/ দায়িত্বরত চেয়ারম্যান : ইসমাইল হোসেন।
ঞ/গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান :
ট/ ঐতিহাসিক / পর্যটন স্থান : আলহাজ্ব নুরুন নবী সাহেবের বাড়ী / গোয়ালিয়ার মাঠ মত্স্য খামার।
ঠ/ ইউপি ভবন স্পাপন কাল : ২০০৬।
ড/ নব গঠিত পরিষদের বিবরন :
১) শপত গ্রহনের তারিখ- ২৫/০৭/২০১১ ইং
২) প্রথম সভার তারিখ- ২৭/০৭/২০১১ ইং
ঢ/গ্রাম সমূহের নাম : ১.খাগুড়িয়া ২.প. জামিরতলী ৩. দ: দূর্গাপুর ৪. দ: রাজাপুর
৫. দিঘলী ৬. ফতেপুর ৭.ফতেউল্যাপুর ৮. গুপিয়ারখীল
৯. নিশ্চিন্তাপুর ১০. প. জাফরপুর ১১. পূর্বজামিরলী ১২. রমাপুর
১৩.শানকিভাংগা ১৪. উ: জামিরতলী ১৫. হরিভল্লবপুর।
ণ/ ইউনিয়ন পরিষদ জনবল : ১) নির্বাচিত পরিষদ সদস্য ১৩ জন
২) ইউনিয়ন পরিষদ সচিব ১ জন
৩) ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ ১০জন
ছবি
সংযুক্তি